বৃষ্টির কারণে এনসিএলের দুই ম্যাচের ভেন্যু পরিবর্তন

৩ সপ্তাহ আগে
এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী দিন ছিল আজ (১৪ সেপ্টেম্বর)। বৃষ্টির কারণে প্রথম দিনের দুটো খেলার একটি মাঠেই গড়ায়নি, অন্যটিতে খেলা হয়েছে কেবল ৫ ওভার। বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার শঙ্কা আছে সামনের দিনেও। এ কারণে ভেন্যু পরিবর্তন করছে বিসিবি।

এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট বনাম রংপুরের ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। প্রবল বৃষ্টি এবং ড্রেনেজ সিস্টেম ভালো না থাকায় মাঠটিকে খেলার উপযোগী করতে আরও ২-৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আকরাম খান। সে কারণে আগামী ২ দিন বগুড়ার ম্যাচ দুটি রাজশাহী স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। রাজশাহীতে এনসিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে উপস্থিত হয়ে এই সিদ্ধান্তের কথা জানান আকরাম।


তিনি বলেন, 'বাইলজ অনুযায়ী, আজকের ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। কাল এবং তার পরের দিনের বগুড়ার ম্যাচটা এখানে হবে। তারপর যদি আবহাওয়া ভালো থাকে তবে ওখানে হবে৷ আর ভালো না হলে এখানেও হতে পারে। এখানকার ড্রেনেজ সিস্টেম ভালো।'


আরও পড়ুন: নিউজিল্যান্ডকে চার ফাইনালে তোলা কোচকে নিয়োগ দিল ভারতের রাজ্য দল


আগামীকাল (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বগুড়ায় ঢাকার সঙ্গে বরিশালের ম্যাচ হওয়ার কথা ছিল। একই সময়ে সেটা হবে এখন রাজশাহীতে। আর ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টায় বগুড়ায় অনুষ্ঠিতব্য ঢাকা বনাম রংপুরের ম্যাচটিও আনা হয়েছে রাজশাহীতে।


বৃষ্টিতে একটি ম্যাচ ভেস্তে গেলেও রাজশাহীতে এক ঝলক দেখা গেছে চার-ছক্কার লড়াই। ৫ ওভারের লড়াইয়ে রাজশাহী ডিভিশনকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। রাজশাহীর হয়ে ৩ ছক্কা ও ১ চারে ১৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন সাব্বির। তবে ১২ বলে ৩০ রান করে সাব্বিরের দুর্দান্ত ইনিংস ম্লান করে দেন মাহফিজুল ইসলাম রবিন।

]]>
সম্পূর্ণ পড়ুন