রোববার (৫ অক্টোবর) সকাল থেকে হিলি স্থলবন্দরে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত পণ্যবাহী ট্রাক, যার অধিকাংশই চালবোঝাই। বৃষ্টির কারণে পণ্য খালাস কার্যক্রমে ব্যস্ত শ্রমিকরা অলস সময় পার করছেন।
হিলি পানামা পোর্টের শ্রমিক আবু রায়হান বলেন, ‘দুর্গাপূজার ছয় দিনের ছুটির পর গতকাল থেকে বাণিজ্য শুরু হয়েছে। কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ায় ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করা যায়নি। সারাদিন অপেক্ষা করেও শেষে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে।’
আরও পড়ুন: পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
আরেক শ্রমিক হাসান আলী জানান, ‘গতকাল দুপুর পর্যন্ত অপেক্ষার পর কাঁচামরিচের একটি ট্রাক খালাস করে ১২০ টাকা পেয়েছিলাম। আজ সকাল থেকে আবার বন্দরে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। বৃষ্টি থামলেই হয়তো কাজ শুরু হবে।’
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল বলেন, ‘বন্দরের অভ্যন্তরে ১৬টি সেড আছে, যেখানে একই সঙ্গে ১৬টি ট্রাক থেকে পণ্য খালাস করা সম্ভব।’
পণ্য খালাস কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ‘দুর্গাপূজার টানা ছুটির পর গতকাল থেকেই আমদানি শুরু হয়েছে। সাধারণত প্রথম দিন খালাস কার্যক্রম কিছুটা ধীর হয়, তার ওপর বৃষ্টির কারণে আজও কাজ ব্যাহত হচ্ছে। বর্তমানে বন্দরে খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ৩৩৪টি ভারতীয় ট্রাক।’
]]>