বৃষ্টিতে পরিত্যক্ত সাকিবদের ম্যাচ

১ দিন আগে
এবারের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাজে সময় পার করছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে বলার মতো কিছুই করতে পারেনি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। আসরের তৃতীয় ম্যাচে সোমবার (১৮ আগস্ট) সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সাকিবের দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের। তবে বৃষ্টিতে ভেসে যায় সেই ম্যাচ। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

তিন বছর পর সিপিএলে ফিরে এখন পর্যন্ত তেমন কিছুই করতে পারেননি সাকিব। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো উইকেট পাননি তিনি। ব্যাটিংয়ে ১২ গড় ও ৮২.৭৫ স্ট্রাইকরেটে করেছেন মাত্র ২৪ রান। টুর্নামেন্টে কেবল একটা চার মারতে পেরেছেন সাকিব।


আজ নিজেকে প্রমাণের সুযোগ ছিল সাকিবের সামনে। তবে টস শুরুর আগে থেকেই বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি বন্ধ হলে অনুষ্ঠিত হয় টস। সাকিবের দল টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম।


আরও পড়ুন: বাবরের দলে ফেরার জন্য যে জায়গায় উন্নতির কথা বললেন কোচ 


তবে এরপর আবারও শুরু হয় বৃষ্টি। মাঝে কয়েকবার বৃষ্টি বন্ধ হলেও মাঠ খেলার উপযোগী ছিল না। ৩ ঘণ্টা পর শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।


এখন পর্যন্ত ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সাকিবরা। নিজেদের প্রথম ম্যাচই পরিত্যক্ত হওয়া সেইন্ট লুসিয়া আছে ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে।      

]]>
সম্পূর্ণ পড়ুন