বিসিবির সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের

২ সপ্তাহ আগে
দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিন ছিল আজ (১০ নভেম্বর)। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কনফারেন্স শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল বিসিবির। আমন্ত্রণ পেয়েও নির্ধারিত সময়ে সেখানে প্রবেশের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেছেন।

কনফারেন্স শেষে বিকেল চারটায় সংবাদ সম্মেলন করার কথা ছিল বিসিবির। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকেই সেই সংবাদ সম্মলনে গণমাধ্যমকর্মীদের আহবান জানানো হয়েছিল। তবে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের কোনো আয়োজনেই প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ভেতরে যাওয়া কিংবা ফুটেজ নেয়ারও সুযোগ দেয়া হয়নি।

 

চারটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সেটা সময়মতো অনুষ্ঠিত হয়নি। ৪টা ৪০ এর পর সাংবাদিকদের ভেতরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হলে ক্ষুব্ধ সাংবাদিকরা সাংবাদিক সম্মেলন বর্জন করেন। এসময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিস্থিতি সামাল দিতে বাইরে আসেন। অনুরোধ জানানো হয় বয়কট তুলে নিতে। তাতেও সাড়া না দিয়ে সাংবাদিকরা বলেন, এ ঘটনায় তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, কারণ প্রটোকল বা অনুমতি সংক্রান্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তাই তারা সিদ্ধান্তে অনড় থাকেন।

 

আরও পড়ুন: কী ছিল জাহানারা আলমের সেই ১৩ পৃষ্ঠার চিঠিতে?

 

পরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন, গ্রাউন্ডস কমিটির সহ-সভাপতি আদনান রহমান দীপনসহ কয়েকজন কর্মকর্তাও বাইরে এসে বোঝানোর চেষ্টা করেন। সমাপনী সংবাদ সংগ্রহ করে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান। কিন্তু বয়কটের সিদ্ধান্তে সংবাদকর্মীদের অবস্থান অপরিবর্তিত থাকে।
 

নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষুব্ধ সাংবাদিকদের একজন সময় সংবাদকে জানান, 'এখানে তো আমাদের ডেকে আনা হয়েছে। কিন্তু যেভাবে ট্রিট করা হয়েছে সেটা মোটেও মেনে নেয়ার মতো না। ২৫ বছর পূর্তির কেক কাটার ছবি-ফুটেজও নিতে দেয়া হয়নি সাংবাদিকদের, অথচ এই যাত্রার অংশীজন আমরা সবাই। আবার অনেকে সকাল থেকে দাঁড়িয়ে আছে, বসার জায়াগা নেই, ওয়াশরুমে যাওয়ার সুযোগ নেই। খাবারের ব্যবস্থা নেই, কিন্তু অন্তত সাংবাদিকদের পানি সরবরাহ করা যেত। কিন্তু অনেকে চেয়েও সেটা পাননি। আমরা তো সংবাদ সংগ্রহের কাজেই এসেছি। এত অসহযোগিতা হলে কিভাবে চলে!'

 

আরও পড়ুন: ভারতের নারী দলকে সাবধান করলেন গাভাস্কার

 

নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষুব্ধ সাংবাদিকদের একজন সময় সংবাদকে জানান, 'এখানে তো আমাদের ডেকে আনা হয়েছে। কিন্তু যেভাবে ট্রিট করা হয়েছে সেটা মোটেও মেনে নেয়ার মতো না। ২৫ বছর পূর্তির কেক কাটার ছবি-ফুটেজও নিতে দেওয়া হয়নি সাংবাদিকদের, অথচ এই যাত্রার অংশীজন আমরা সবাই। আবার অনেকে সকাল থেকে দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই, ওয়াশরুমে যাওয়ার সুযোগ নেই। খাবারের ব্যবস্থা নেই, কিন্তু অন্তত সাংবাদিকদের পানি সরবরাহ করা যেত। কিন্তু অনেকে চেয়েও সেটা পাননি। আমরা তো সংবাদ সংগ্রহের কাজেই এসেছি। এত অসহযোগিতা হলে কিভাবে চলে!' 

 

এদিকে, সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্তে অটল থাকায় বিকেল পাঁচটার দিকে নিজ পরিবহনে ঘটনাস্থল ত্যাগ করেন উপদেষ্টা। ধীরে ধীরে বিসিবির কর্মকর্তারাও ভেন্যু ত্যাগ করতে শুরু করেন। আজ কিংবা আগামীকালের মধ্যে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে বার্তা আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন