বিসিবির নির্বাচন পেছানোসহ প্রতিবাদী কাউন্সিলরদের ৩ প্রস্তাব

৬ দিন আগে
সবকিছু ঠিক থাকলে আর মাত্র একদিন পরই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে তার আগে বিসিবি নির্বাচন স্থগিত বা পিছিয়ে নেওয়া এবং তফসিল বাতিলসহ ৩টি প্রস্তাব নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বোর্ডের কয়েকজন কাউন্সিলর। তাদের চাওয়া, আহ্বায়ক কমিটি গঠন করে বিসিবির কার্যক্রম আরও কিছু দিন চালানোর পর নির্বাচন আয়োজনের।

তাদের প্রথম প্রস্তাব, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ বৃদ্ধি করে পরবর্তীতে অর্থাৎ অদূর ভবিষ্যতে সুন্দর নির্বাচন গ্রহণের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন। এবং সবশেষ বর্তমান তফসিল বাতিল করে বর্তমান বা নতুন নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করা যে নির্বাচনে সবার অংশগ্রহণের নিশ্চয়তা থাকবে। 

 

বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র নেওয়া কাউন্সিলরদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জন সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তামিম এখন নির্বাচন নিয়ে আলোচনায় না থাকলেও সরে দাঁড়ানো বাকি কাউন্সিলররা নির্বাচন পিছিয়ে সবাইকে নিয়ে আবারো আয়োজনের আহ্বান জানিয়ে আসছেন। 

 

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন সাদমান

 

তাদের অভিযোগ, জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপ, আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবের কাউন্সিলরদের নির্বাচন বর্জন, বিসিবি সভাপতির একক হস্তক্ষেপে কাউন্সিলরদের যোগ্যতার ক্যাটাগরি নির্ধারণ, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ গ্রহণ, ১৫ ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়া এবং জেলা-বিভাগীয় কাউন্সিলরদের আটকে রাখা। 

 

গত ২৪ ঘণ্টায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হাসিবুল আলম। এমন অবস্থায় বিসিবির নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রায়শই প্রশ্ন উঠেছে। এদিকে নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করাদের বেশিরভাগ কাউন্সিলরদের নিয়ে শনিবার (৪ অক্টোবর) মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 

আরও পড়ুন: রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর কারণ ব্যাখ্যা করলেন ভারতের নির্বাচক

 

‘বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল ঢাকার বেশ কয়েকটি প্রথম সারির ক্লাবও। যেখানে ক্রীড়া উপদেষ্টা তিনটি প্রস্তাব মেনে নির্বাচন না পেছালে সবধরনের ক্রিকেট বর্জনের হুমকি দেন মাসুদউজ্জামান। 

 

শুধু তাই নয়, আগামীকালের (৫ অক্টোবরের) মধ্যে বিসিবি এটা সুরাহা না করলে অসহযোগ আন্দোলনের ডাক দেয়ার হুমকিও দিয়েছে ঢাকার শীর্ষ স্থানীয় ক্লাবগুলো। জানা গেছে, ঢাকার ৪৮টি ক্লাবের সায় আছে এমন আন্দোলনে। উপদেষ্টাকে প্রস্তাব দেয়ার পরও সাড়া না পাওয়ায় সংবাদ সম্মেলনে ডেকেছেন বলে জানান মাসুদউজ্জামান। তিনি বলেন, ‘পথটা খোলা। ওই দিনই (গত পরশু) খুলে দিয়েছিলাম। কিন্তু কোনো সাড়া না পাওয়াতেই আজকে এই জায়গায় বসা।’

]]>
সম্পূর্ণ পড়ুন