জেফারসন-উডেন ১০০ মিটার দৌড় শেষ করতে যে সময় নিয়েছেন, মেয়েদের স্প্রিন্টে এর আগে এত কম সময়ে আর কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি। সব মিলিয়ে এই ইভেন্টে এটি সর্বকালের চতুর্থ দ্রুততম দৌড়।
আরও পড়ুন: দেশের ৮ বিভাগে প্রস্তাবিত স্পোর্টস হাবে কী কী থাকছে
পুরুষদের ১০০ মিটারে রুপা জিতেছেন জ্যামাইকার কিশানে টম্পসন। তিনি সময় নিয়েছেন ৯.৮২ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস।
২০১৬ রিও অলিম্পিকে সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। এরপর প্রথমবারের মতো আবারও বিশ্ব শিরোপা জিতলেন এক জ্যামাইকান স্প্রিন্টার।
টোকিওর গ্যালারিতে বসে ঐতিহাসিক সেই মুহূর্ত নিজের চোখেই দেখলেন বোল্ট। সেভিলের জয়ের পর বেজায় খুশি হয়েছেন তিনি।
]]>