বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

২ সপ্তাহ আগে
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আব্দুল্লাহ আল রাসেল।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৬৮ জন।

 

চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের আব্দুল্লাহ আল রাসেল। তিনি কৃষক সায়েম উদ্দিন ও গৃহিণী কমলা খাতুনের পুত্র।

 

জানা গেছে, আব্দুল্লাহ আল রাসেল ২০১৪ সালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদ্রাসা থেকে মানবিক বিভাগে এসএসসি (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে একই মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পরীক্ষায় জিপিএ-৪.৬৪ পেয়ে উত্তীর্ণ হন।

 

আরও পড়ুন: বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

 

পরে ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৩ পেয়ে অনার্স এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৫ পেয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।

 

সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে আব্দুল্লাহ আল রাসেল বলেন, পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। মাদ্রাসা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এখন শিক্ষা ক্যাডারে প্রথম হওয়া-এটা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখায়।’

 

উল্লেখ্য, বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ৯ নভেম্বর শেষ হয়। পিএসসি সূত্রে জানা গেছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ হাজার ২১৯ জন এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

]]>
সম্পূর্ণ পড়ুন