বিলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি প্রেমের কারণে হত্যা

৫ দিন আগে
ময়মনসিংহের ধোবাউড়ায় নিখোঁজের তিন দিন পর হোসাইন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বলরামপুর গ্রামের ডগরা বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হোসাইন গত বুধবার (১ অক্টোবর) থেকে নিখোঁজ ছিলেন।


এ দিকে নিহতের পরিবারের দাবি, বলরামপুর গ্রামের এক তরুণীর সঙ্গে গুজিয়াকান্দি গ্রামের যুবক হোসাইনের প্রেমের সর্ম্পক ছিল। এ ঘটনায় মেয়ের পরিবার মানতে না পেরে হোসাইনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।


তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ওই তরুণীর পরিবার।


আরও পড়ুন: নাটোরে পুকুর থেকে যুবকের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার


জানা গেছে, শনিবার দুপুরে ডগরা বিলে স্থানীয়রা অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজন এবং স্থানীয়রা হোসাইনের মরদেহ শনাক্ত করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।


ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

]]>
সম্পূর্ণ পড়ুন