বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে আবেদন ১০ প্রতিষ্ঠানের, নেই ফরচুন বরিশাল

৩ সপ্তাহ আগে
বিপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেয়ার জন্য আবেদন জমা দেয়ার শেষ দিন ছিল আজ (২৮ অক্টোবর)। শেষ দিন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে ১০ প্রতিষ্ঠান। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে গতবারের ফাইনালস্ট চিটাগং কিংসের বেশ সমালোচনা হলেও এবারও আবেদন জমা দিয়েছে এর স্বত্বাধিকারী এসকিউ স্পোর্টস। এদিকে, এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেনি গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

কাগজে-কলমের বিচারে গতবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল ছিল ফরচুন বরিশাল। গত ২ আসরের টানা চ্যাম্পিয়নও এই দলটি। এখন পর্যন্ত লেনদেন সংক্রান্ত কোনো অভিযোগও শোনা যায়নি দলটির বিরুদ্ধে। তবে সেই দলটাই থাকছে না আসন্ন বিপিএলে। কম সময়ের মধ্যে অগোছালো দল গড়ার চেয়ে এবারের বিপিএল থেকে সরে দাঁড়ানোই উপযুক্ত সিদ্ধান্ত মনে করেছে দলটি। বিসিবির নির্বাচন সংক্রান্ত ইস্যু তো থাকছেই।


বিপিএলের গত আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় আলোচনায় ছিল চিটাগং কিংস। পারিশ্রমিকের এই ইস্যুতে বিসিবি থেকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে সেসব কিছু পেছনে ফেলে এবারের আসরেও দল নেয়ার জন্য আবেদন করেছে তারা।


বিপিএলের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত আসরে ছিল না। সেবার কুমিল্লা থেকে কোনো দলই ছিল না৷ এবার ওই অঞ্চল থেকে ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে এসএস গ্রুপ৷ কুমিল্লা ফাইটার্স নাম নিয়ে বিপিএলে আসতে চায় তারা। চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন রিমার্ক হরল্যান এবারও ঢাকা ক্যাপিটালস নামে ফ্র্যাঞ্চাইজি নেয়ার আবেদন জানিয়েছে৷


আরও পড়ুন: অলিনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ


এবারের বিপিএলেই প্রথমবারের মতো নোয়াখালীর কোনো ফ্র‍্যাঞ্চাইজি দেখা যেতে পারে। বাংলামার্ক লিমটেড আবেদন করেছে ওই অঞ্চলের নামে ফ্র‍্যাঞ্চাইজি মালিক হওয়ার জন্য। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বিপিএলের অন্যতম নিয়মিত দল রংপুর রাইডার্সও আবেদন করেছে এবার ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে। খুলনা টাইগার্স নামে ফ্র‍্যাঞ্চাইজি নিতে আবেদন করেছে মাইন্ড ট্রি কোম্পানি।


রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানার জন্য আবেদন করেছে নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস। বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আবেদন করেছে আকাশবাড়ি হলিডেজ। সিলেট ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে ক্রিকেট উইথ সামি।


দুটো করে প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করেছে রাজশাহী থেকে। আর বিসিবির প্রকাশিত ফ্র‍্যাঞ্চাইজি নেয়ার সম্ভাব্য এলাকা থেকে দল নেয়ার জন্য আবেদন করা হয়নি ময়মনসিংহ থেকে।


এবারের বিপিএলে দল নেয়ার ক্ষেত্রে কঠোর পন্থা অবলম্বনের হুশিয়ারি দিয়েছে। গত কয়েক আসরের ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে অনিয়মের কারণে এবার ৫ বছরের মতো লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি আহবান করেছে বিসিবি। এই শর্তে ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী হয়েছে কোন প্রতিষ্ঠানগুলো, সেই তালিকা আজ রাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।


আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে যে বিশ্ব রেকর্ড হাতছানি দিচ্ছে বাবর আজমকে


এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দল হতে আগ্রহী হলেই প্রথম বছরে ২ কোটি টাকা পে অর্ডার জমা দিতে হবে বলে নিয়ম করেছে বিসিবি। যাচাই-বাছাইয়ে বাতিল হলে সেই টাকা আবার ফেরত দেয়া হবে। বাতিল না হলে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে জমা নেবে বিসিবি। ২০২৭ সাল থেকে এই ফি আরও ১৫ শতাংশ করে বাড়তে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি জমা দিতে হবে। 


এছাড়া প্রতি আসরের আগে ফ্র্যাঞ্চাইজিকে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। তবে এবার কিছু সুবিধাও পাবে দলগুলো। টিভি স্বত্ব এবং টিকিট বিক্রি থেকে লভ্যাংশের ৩০ শতাংশ পাবে দলগুলো। এছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফ্র্যাঞ্চাইজির নিজস্ব বিজ্ঞাপন প্রচারের সুযোগও দেবে বিসিবি।

]]>
সম্পূর্ণ পড়ুন