সোমবার (১৮ আগস্ট) বিকেলে জাতীয় আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে ‘বাংলাদেশ থেকে জাপানে উচ্চশিক্ষা ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সেমিনারে তিনি এই মন্তব্য করেছেন।
লুৎফে সিদ্দিকী বলেছেন, অনিয়মের কারণে শ্রমিকদের শাস্তি দেয়া হয়েছে আমাদের দেশে এমন কোনো উদহারণ নেই। মধ্যপ্রাচ্য থেকে ভিসা কম পাওয়ার অন্যতম কারণ এটিও। প্রতিটি ধাপে আমাদের সম্মান নষ্ট না হয় সেই দিকে নজর দিতে হবে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম-বৈষম্য থাকবে না: লুৎফে সিদ্দিকী
জাপানে যাওয়ার রাস্তা পরিস্কার রাখা প্রয়োজন, সিন্ডিকেট যেন না হয় তার প্রতি সকলকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক এই বিশেষ দূত।