বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

২ সপ্তাহ আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন নয়।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত জুলাই পদযাত্রা ও সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।


হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতিদ্রুত শেষ করতে চাইতো। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচার শেষ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।


আরও পড়ুন: তারাই নির্বাচন পেছাতে চায় যারা সংস্কার পেছাচ্ছে: হাসনাত আবদুল্লাহ


বৃষ্টি উপেক্ষা করে এনসিপির এই সমাবেশে উপস্থিত হন এলাকার অসংখ্য মানুষ।‌ গাংনী বাসস্ট্যান্ডের কর্মসূচি শেষ করে মেহেরপুর শহরের উদ্দেশে রওনা দেয় এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা টিম।‌ 

]]>
সম্পূর্ণ পড়ুন