বিএম কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের, সাধারণ সম্পাদক ওয়ালিদ

৩ দিন আগে
দিনভর উৎসবমুখর পরিবেশে বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের কর্মীদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম জুবায়ের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ বিন সালাউদ্দিন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের প্রায় ২ হাজার ৫০০ কর্মী এ নির্বাচনে ভোট দেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

 

কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ৫ জন প্রার্থীর মধ্যে সর্বাধিক ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হন রাকিবুল ইসলাম জুবায়ের। অন্য প্রার্থীদের মধ্যে সিরাজুল ইসলাম রাতুল ৫৬৫ ভোট, অলিউল ইসলাম তামিম ৪২৪ ভোট, জাহিদুল ইসলাম ৩০৫ ভোট এবং মাকসুদুর রহমান ৭ ভোট পান।

 

অপরদিকে সাধারণ সম্পাদক পদে ওয়ালিদ বিন সালাউদ্দিন ১ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থীদের মধ্যে হাসিবুল ইসলাম শান্ত ৮০৭ ভোট, তাহমিদা আক্তার জুঁই ১১৬ ভোট এবং জান্নাতুল নাঈম ১৭ ভোট পান।

 

আরও পড়ুন: বিএম কলেজ ছাত্রদলের সদস্য হতে ২ দিনে সহস্রাধিক আবেদন

 

জয়ী হওয়ার পর রাকিবুল ইসলাম জুবায়ের বলেন, ‘এটি বিএম কলেজ ছাত্রদলের প্রতিটি কর্মীর জয়। আমরা একসঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করবো।’

 

সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, ‘ছাত্রদের আস্থা ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সংগঠনের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবো।’

 

প্রসঙ্গত, এর আগে গত ১৫ অক্টোবর থেকে তিন দিনব্যাপী ছাত্রদলের কর্মী সংগ্রহ ও ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালিত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন