ভুক্তভোগী আজিজার রহমানের অভিযোগ, দীর্ঘ ৪১ বছর ধরে ভোগদখল করে আসা বাড়ির সামনের অংশ দখল করতে চাইছে একই এলাকার প্রভাবশালী ব্যক্তি মোজাম্মেল হক। গত ১৭ আগস্ট মোজাম্মেল লোকজন নিয়ে এসে তার বাড়ির সামনে জোর করে টিনের ঘর নির্মাণ করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। ফলে আজিজারের পরিবারকে বাড়ি থেকে বের হতে অন্যপথ ব্যবহার করতে হচ্ছে।
এ-ঘটনায় মান্দা থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানান আজিজার।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, জোর পূর্বক জবর দখল করা হয়েছে। মোজাম্মেলের এক ছেলে যার নাম জামিল হোসেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের দায়িত্বে রয়েছেন। তার প্রভাবেই এমন জবর দখল।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি
তবে অভিযুক্ত মোজাম্মেল হক ও তার ছেলে জামিল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, টিনের ঘর তৈরির জায়গাটি তাদের নিজস্ব সম্পত্তি। এতো দিন আজিজার সে জায়গা দখল করে রাখে। ক্ষমতার পালা বদলে তারা সে সম্পত্তি বের করে নিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মোজাম্মেল এলাকার অপর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি, যিনি সেই মামলায় কয়েক মাস হাজত খেটে জামিনে আছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান, মোজাম্মেল ও তার পরিবার এলাকার মানুষের প্রতি বিভিন্ন ভাবে নাজেহাল করছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনসুর রহমান জানান, লিখিত অভিযোগের পর উভয়ক্ষকে থানায় ডাকা হয়। তবে মোজাম্মেলের কেউ সেখানে হাজির হন নি । ফলে বিষয়টি সুরাহা না হওয়ায় আদালত গড়িয়েছে।
আরও পড়ুন: জমি দখলে বাধা দেয়ায় কলেজছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখম
ভুক্তভোগী আজিজারের দাবি, ১৯৮৪ সালে নওগাঁর মান্দা উপজেলার গোটগাড়ী এলাকায় ৭৮ শতক জমি কিনেন তিনি। পরে সেখানে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর থেকে নিয়মিত খাজনা ও খারিজও দিয়ে আসছেন।
]]>