বাহাত্ত‌রের নয়, নতুন সং‌বিধানের আলো‌কে নির্বাচন হতে হ‌বে: এনসিপি নেতা

৬ দিন আগে
নির্বাচনী হওয়া বইছে কিন্তু এ সরকার একটি দলের পক্ষে পক্ষপাতিত্বমূলক নির্বাচন কমিশন গঠন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ।

মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 


এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি আরও বলেন, ‘বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে। এছাড়া শাপলাকে এনসিপির দলীয় প্রতীক হিসেবে যুক্ত করতে কোনো আইনি বাধা নাই। কিন্তু এনসিপির বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করার জন্যই শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।’ 

শাপলা না পাইলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এ নেতা। 

আরও পড়ুন: উচ্চকক্ষে পিআর প্রাসঙ্গিক, তবে নিম্নকক্ষের পরিস্থিতি তৈরি হয়নি: সারজিস

অনুষ্ঠানের ‘কেমন মেহেরপুর চাই’ শীর্ষক বিষয়ে নিজ জেলাকে এগিয়ে নিতে ১৩ দফা উপস্থাপন করেন তিনি। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, মাদক, বেকারত্ব এবং শিল্পসহ নানা বিষয়ে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে বলে ১৩ দফায় উল্লেখ করা হয়। 


অনুষ্ঠানে এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়ক আশিক রাব্বি,  জাতীয় যুব শক্তি মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সদস্য তামিম ইসলামসহ দলটির জেলার নেতারা।  

মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন