মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুর এলাকায় বাসে অভিযান চালিয়ে ওই মাদকের চালানটি জব্দ করা হয়। ওই মাদকের মূল্য আনুমানিক ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা বলে জানা গেছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে ভারত থেকে মাদকগুলো বাংলাদেশে আনা হয়। এরপর এক নারীর মাধ্যমে তা যাত্রীবাহী বাসে ঠাকুরগাঁও ও দিনাজপুরে পাঠানো হবে বলে এমন গোপন সংবাদ পাওয়া যায়।
আরও পড়ুন: মাটি খুঁড়ে মিলল ২ কোটি টাকার হেরোইন
পরে মঙ্গলবার দুপুরে ভজনপুর এলাকায় জাতীয় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করার সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের ভিতরে বাঙ্কারে থাকা একটি ব্যাগ থেকে মাদকগুলো জব্দ করা হয়। এর আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই নারী।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘উদ্ধার করা কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।’