বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের গুলি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কনের বাবা মো. নিজামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলি গ্রামের মো. নিজামের সঙ্গে প্রতিবেশী মো. ফারুকের দীর্ঘবছর ধরে জমিজমার বিরোধ চলে আসছে। ওই জমির মাটি কেটে চলাচলের পথে দেয়ায় বুধবার বেলা সাড়ে ১১ টায় দেশী অস্ত্র ও দলবল নিয়ে নিজামের বাড়িতে হামলা চালান ফারুক।
এ সময় নিজামে বড় মেয়ের বিয়ের খাবার রান্নাবান্না ও প্রস্তুতি চলছিল। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করেন। অতিথিদের আপ্যায়নের জন্য প্রস্তুত করা খাবার বালু দিয়ে নষ্টা করে দেয়া হয়। প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা কনের বাবা নিজাম, সামসুদ্দিন, রুবেল, শরিফ, গিয়াসউদ্দিন, নিরুতাজ, লাইজু, ফারুক ও সবুজকে পিটিয়ে জখম করেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় টেঁটা-বল্লম নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
আহতদের সদর হাসপাতালে নিলে নিমাজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদৎ মো. হাচনাইন পারভেজ জানান, অভিযান চালিয়ে দুজনকে আটকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মামলা হলে জড়িত বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
]]>