বান্দরবানে অ্যাসিড দিয়ে স্ত্রীকে হত্যায় যুবক গ্রেফতার

৩ সপ্তাহ আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জেসমিন আক্তার নামে এক গৃহবধূকে অ্যাসিড দিয়ে হত্যার অভিযোগে স্বামী মোহাম্মদ তোহাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। নিহত জেসমিন আক্তারের বাড়ী ঈদগড় ইউনিয়নের দক্ষিণ করলিয়া এলাকায়।


পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারিচবুনিয়া এলাকার ফোর এইচ কোম্পানীর ১৫নং রাবার বাগানের স্টাফ কক্ষে স্বামী তোহা স্ত্রী জেসমিন আক্তারকে এসিড জাতীয় দাহ্য পদার্থ প্রয়োগ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম (২৪) বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তোহাকে আসামি করে একটি মামলা দায়ের করে। এরপর শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ফেসবুকের মাধ্যমে ১২ বছর পর নিখোঁজ আলী মিয়াকে ফিরে পেল পরিবার

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই। আসামি মো. তোহাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন