বাড্ডা থানায় নতুন ওসি

১ সপ্তাহে আগে
রাজধানীর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. হাবিবুর রহমানকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

 

আরও পড়ুন: পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি

 

আদেশে বলা হয়, ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানকে বাড্ডা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।ৎ

 

আরও পড়ুন: দুই ডিসি প্রত্যাহার

 

এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাড্ডায় একটি মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের ৩০টি গুলি চুরি হয়। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন