বৃহস্পতিবার (২ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আরও পড়ুন: পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি
আদেশে বলা হয়, ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানকে বাড্ডা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।ৎ
আরও পড়ুন: দুই ডিসি প্রত্যাহার
এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাড্ডায় একটি মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের ৩০টি গুলি চুরি হয়। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।
]]>