বাগাতিপাড়ায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২ সপ্তাহ আগে
নাটোরের বাগাতিপাড়ায় চালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে পকেটখালি এলাকায় ঘটনাটি ঘটে।

আহত ভ্যান আজাদ আলীকে (৩৭) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাগাতিপাড়া উপজেলারজামনগর কুঠিপাড়া গ্রামের বাসিন্দা।


এলাকাবাসী জানান, আজাদ আলী নিজ বাড়ি থেকে কলা বোঝাই ব্যাটারিচালিত ভ্যানে কলা বিক্রির উদ্দেশ্যে রাজশাহীর পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বাগাতিপাড়ার পকেটখালী এলাকায় একদল দুর্বৃত্ত রাস্তার ওপর বাঁশ ফেলে তার ভ্যানের পথরোধ করে। চালক আজাদ ভ্যান থামাতেই তারা তাকে জোরপূর্বক নামিয়ে কুপিয়ে জখম করে। পরে কলাগুলো রাস্তায় ফেলে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

আরও পড়ুন: স্ত্রী তালাক দেয়ায় এক মণ দুধ দিয়ে গোসল করলেন শাকিল!

রক্তাক্ত অবস্থায় আজাদ আলীকে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।


এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে থানায় লিখিত অভিযোগ কেউ দেয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন