মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানান, গত শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে প্রায় ৭৫ থেকে ৮০ নটিক্যাল মাইল দক্ষিণে বেশ কয়েকটি ভারতীয় ফিশিং ট্রলারকে দেখতে পায় নৌবাহিনীর সদস্যরা।
এ সময় ধাওয়া করলে কয়েকটি ট্রলার পালিয়ে গেলেও এফবি শুভযাত্রা নামে একটি ট্রলার এবং এর ১৪ জন জেলেকে আটক করা হয়। ফিশিং ট্রলারসহ জেলেদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১৮ অক্টোবর) রাতে তাদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: অভিযোগ বাংলাদেশি জেলেদের / নিষেধাজ্ঞার মাঝে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরছেন ভারতীয়রা
আটক ১৪ ভারতীয় জেলের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাংনকী জাহান মথুরানগর কলোনীতে বলে জানা গেছে। ভারতীয় জেলে আটক মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানা উপ পুলিশ পরিদর্শক মো: মিরাজ হোসেন জানান, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও বাংলাদেশের মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক ট্রলার থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির যে কয়েক মন সামুদ্রিক মাছ জব্দ করা হয় সেগুলো বাগেরহাট আদালতের নির্দেশনায় উম্মুক্ত নিলামে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারের রাজস্বে জমা হবে বলে জানা গেছে।
বাংলাদেশের জলসীমায় প্রায়ই ভারতীয় জেলে আটক হয়। এর আগে গত ১৪ জুলাই দুইটি এবং ৩ আগস্ট একটি ফিশিং ট্রলারসহ বেশ কয়েকজন ভারতীয় জেলেকে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করা হয়েছিল।
আরও পড়ুন: বাংলাদেশের জলসীমায় ঢুকে ধরা পড়লেন ৩৪ ভারতীয় জেলে, মাছ বিক্রি হবে নিলামে
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·