সোমবার (৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহবুব উল আলম বলেন, ‘সাম্প্রতিক সহিংসতা পাহাড়ের শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র এবং দেশের অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। ইউপিডিএফ ও তাদের সহযোগীরা নারীর ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা গভীর উদ্বেগজনক।‘
আরও পড়ুন: ‘জুলাই গনঅভ্যুত্থান: সফলতা ও ব্যর্থতা’ শীর্ষক আয়োজনে আত্মপ্রকাশ করল ‘ইন্তিফাদা বাংলাদেশ’
এ সময় পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার কারণ অনুসন্ধানে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন বক্তারা।