বাংলাদেশে এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি: মামুনুল হক

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশে এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মামুনু হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেলিং প্লেইং ফিল্ড, সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পদ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রেহণের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই । আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফ পূর্ণ দেশ গড়তে চাই। চূড়ান্ত কথা সত্যি কারের ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব হবে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসাবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি।


তিনি বলেন, যে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, ভোটাধিকার প্রয়োগকারী গোটা দেশের সকল ভোটারদের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন না করা হয় সেই উচ্চকক্ষ বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে।


আল্লামা মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থীদের। ভারতপন্থী, আমেরিকাপন্থী কোনো পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না। আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থীদের রাজনীতি।


আরও পড়ুন: ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে থানায় জিডি মাওলানা মামুনুল হকের


বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভীর সভাপতিত্বে শহরের পৌর পার্কে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। গণসমাবেশে জেলার ৫ উপজেলার খেলাফত মজলিসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে দুপুর থেকে মিছিল সহকারে জেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে খেলাফতে মজলিসের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। প্রধান অতিথি পৌঁছানোর আগেই পৌর পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

]]>
সম্পূর্ণ পড়ুন