আবুধাবিতে লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচে তাই বাংলাদেশকে ফেবারিট বলাই যায়। ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও তা-ই করছেন। তবে তার যুক্তি কিছুটা ভিন্ন। এশিয়া কাপে বাংলাদেশ একটি ম্যাচ খেলে ফেললেও শ্রীলঙ্কা আজই প্রথম মাঠে নামছে। সে জন্যই জাফর বাংলাদেশকে এগিয়ে রাখছেন।
বাংলাদেশ ফেবারিট কি না, ক্রিকইনফোর ‘টাইমড আউট’ প্রোগ্রামে সঞ্চালকের এমন প্রশ্নে ওয়াসিম বলেন, ‘এখন আমি সেটাই (ফেবারিট) বলব। আপনি জানেন, তাদের অন্য রকম একটা টিম দেখা যাচ্ছে; নতুন অধিনায়ক, ফাস্ট বোলাররা ভালো করছে, স্পিনাররাও খারাপ করছে না, ভিন্ন রকম অনুভূতি...। তারা একটা ম্যাচ খেলেছে। প্লেয়াররা কিন্তু কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে। আমি বলব বাংলাদেশ শ্রীলঙ্কার তুলনায় কিছুটা এগিয়ে।’
আরও পড়ুন: শ্রীলঙ্কা ম্যাচের আগে মাইলফলকের সামনে হৃদয় ও তাসকিন
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আজ জিতলে সুপার ফোরে উঠার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে, হারলে পেছাবে ঠিক ততটাই। ম্যাচটাকে তাই নকআউট হিসেবে দেখছেন জাফর। তার মতে, যারা জিতবে, তাদের সুপার ফোরের পথ সহজ হবে।
ওয়াসিম বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আক্ষরিক অর্থে আমার মনে হয় নকআউটের মতো। বাংলাদেশ যদি জিতে পারে, তবে পরের ধাপে প্রায় চলেই যাবে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলছে, তারা কন্ডিশনের সঙ্গে কিছুটা অপরিচিত। বাংলাদেশ এক ম্যাচ খেলেছে, তারা খুশিই।’