জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে স্বাগতিকরা। জ্যামাইকায় পা রেখে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক বলেন, টেস্টে বাংলাদেশকে ধবলধোলাইয়ের সর্বোচ্চ চেষ্টায় আছে তারা।
উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডা সিলভা বলেন, 'জ্যামাইকায় আসতে সবসময়ই ভালো লাগে। সবশেষ এখানে এসে জ্যামাইকার বিরুদ্ধেই ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলাম। ঐ ফর্ম ধরে রাখতে পারলে ভালোই হবে। সিরিজে এগিয়ে থেকে এখানে আসতে পারাটা দারুণ অনুভূতি। আমরা এখনও হাল ছাড়িনি, ২-০ ব্যবধানে সিরিজ জিততে চাই।'
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতাকে হারের কারণ হিসেবে দেখছেন মিরাজ
এই সময় ক্যারিবীয় পেসারদের প্রশংসাও করেছেন সিলভা। তিনি বলেন, 'রো পেইস, দারুণ ট্যালেন্ট। কেমার রোচের নেতৃত্বে দারুণভাবে ছেলেরা বোলিং করছে। শামার, জায়ডেনের মতো নিউ কামাররা ভালো করছে অনেক। তাদের দারুণ গতি রয়েছে। আমরা ১৮ উইকেট তুলে নিয়েছি, দুটি ইনিংসই ঘোষণা করেছি। আমরা সিরিজের দুটি ম্যাচই জিততে মুখিয়ে আছি।'
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৫০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাটিংয়ে তরুণরা হাল ধরছে বলে জানিয়েছেন ডি সিলভা। তিনি বলেন, 'প্রথম ইনিংসে আমরা ৪৫০ রান করি, এটাই লক্ষ্য ছিল। দিনশেষে আমরা এভাবেই ধারাবাহিক হতে চাই। এমনকি আমিসহ প্রত্যেক ব্যাটার। দলে তরুণ অনেকে আছে যারা মিডল অর্ডারের হাল ধরছে। নিয়মিত ৩০০ রানের বেশি করে যেতে হবে, উইকেট যেমনই হোক। আমি এটা নিয়ে চিন্তিত নই, আমাদের ছেলেদের সেই সামর্থ্য আছে।'