বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

২ দিন আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সাদা বলের এ সিরিজকে সামনে রেখে দিন কয়েক আগে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শেষে সেখানে আবার পরিবর্তন এনে মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন সূচি প্রকাশ করেছে বিসিবি।

 

পরিবর্তিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। আগে দ্বিতীয় ওয়ানডেতে ২০ অক্টোবর হওয়ার কথা ছিল। ৫০ ওভারের সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন: বিসিবির কোন কমিটির দায়িত্বে কে?

 

আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে ২৭ ও ২৯ এবং ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বের সূচিতে প্রথম টি-টোয়েন্টি ২৬ এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল।

 

সাদা বলের সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। আপাতত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে ক্যারিবীয়রা। প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে হেরেছে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে আগামী ১০ অক্টোবর মাঠে নামবে তারা।

 

আরও পড়ুন: ভারত সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, নেই দুই বড় তারকা

]]>
সম্পূর্ণ পড়ুন