বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

৬ দিন আগে
বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বাসের ধাক্কায় রশিদ মোহরী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রশিদ মোহরীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা জানান, মহাসড়কের অব্যবস্থাপনা এবং গাড়ির অতিরিক্ত গতি বারবার মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।


আরও পড়ুন: গাজীপুরে ডাম্প ট্রাক চাপায় শিশুসহ নিহত ৩


বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী সেভেন স্টার পরিবহন নামের বাসটি রশিদ মোহরীকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক বাসটি ফেলে পালিয়ে গেলে পুলিশ তা জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন