শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার শোলক ইউনিয়নের সেনের হাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছিল।
এ বিষয়ে সেনেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (সামিন) খাঁন বলেন, ‘রাত সাড়ে ৪টার দিকে খবর পাই বাজারে আগুন লেগেছে। এরপর এসে দেখি বেশির ভাগ দোকানসহ আমার ফার্মেসী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে কাওছার সিকদারের হোটেল ও চায়ের দোকান, আ. হাকিম বেপারির ফার্মেসীসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।’
আরও পড়ুন: নিষেধাজ্ঞার আগমুহূর্তে বরিশালে ইলিশের মেলা
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে গেছে।
উজিরপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রশিদ বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।’
]]>