বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩ জন।
মারা যাওয়া স্কুল ছাত্রীর নাম তাসফিয়া তাসনিম (১৫)। সে বরগুনার এভারগ্রীন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের দশর শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোডের নাসিম ফারুকের মেয়ে।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত ৩০ হাজার ছাড়ালো
তাসফিয়া তাসনিমের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয় সে। পরে তাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এদের মধ্যে মধ্যে ৩৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, তিনজনের বাড়ি বেতাগী উপজেলায় এবং ৩ জনের বাড়ি পাথরঘাটা ও এক জনের বাড়ি বামনা উপজেলায়।