‘বন্দিদের ফিরে পেয়েই আমাদের হত্যা করা শুরু করেছে ইসরাইল’

২ সপ্তাহ আগে
ইসরাইলি সেনাবাহিনী স্থানীয় সময় রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে ২০টিরও বেশি বিমান হামলা চালানোর পর গাজার বাসিন্দাদের মাঝে নতুন করে ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রতিষ্ঠানটির সাংবাদিকদের কাছে নারী ও শিশুসহ গাজার অনেকেই জানতে চেয়েছেন যে যুদ্ধ আবার শুরু হয়েছে কি না।

 

তাদের কেউ কেউ বলছেন, 

ইসরাইল বন্দিদের ফিরে পেয়েই আবার আমাদের হত্যা করতে শুরু করেছে।

 

এর আগে, যুদ্ধবিরতি ‘হুমকির মুখে’ পড়ায় দক্ষিণ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করার কথা জানায় ইসরাইল।

 

এর মধ্যেই নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন।

 

আরও পড়ুন: যুদ্ধবিরতি লঙ্ঘন /গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

 

এছাড়াও আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদায় সাংবাদিকদের আবাসস্থলে ইসরাইলি বিমান হামলায় একজন সাংবাদিকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

এসব খবর আসার আগেই গাজা সিভিল ডিফেন্স জানিয়েছিল, ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকাজুড়ে রোববার কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। 

 

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উত্তর গাজায় ‘বেসামরিক লোকদের একটি দলকে’ লক্ষ্য করে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হন।

 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এবং ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি ইসরাইল এবং হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটায়। 

 

আরও পড়ুন: ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

 

তবে স্পষ্টতই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। যদিও এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগ তোলে নেতানিয়াহু সরকার।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন