বগুড়ায় ভিমরুলের কামড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

৩ সপ্তাহ আগে
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নে ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

 

সে উপজেলার আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে এবং আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।

 

আরও পড়ুন: চাঁদপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

 

রোববার বিকেলে উপজেলার আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমিয়া সুলতানা রিক্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মরিয়ম খাতুন বাড়ির অদূরে ইছামতী নদীর তীরে জঙ্গলের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে শিশুরা। তখন ভিমরুল উড়ে এসে মরিয়মের সারা শরীরে কামড়ায়।

 

আরও পড়ুন: ঝালকাঠিতে ভিমরুলের কামড়ে সাবেক সেনা সদস্যর মৃত্যু


ভিমরুলের কামড়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন মরিয়ম খাতুনের মৃত্যু হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন