বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার হাটকড়ই-দেওগ্রাম সড়কের আগাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন উপজেলার পাঠান মির্জাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
আহতরা একই গ্রামের পিন্টু মিয়া, নিশিন্দারা এলাকার আব্দুল জলিল, ধাওয়াস গ্রামের আব্দুল কুদ্দুস (৩৮) এবং মোকাব্বর হোসেন।
আরও পড়ুন: নসিমনের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
স্থানীয়রা জানান, চারজন গরু ব্যবসায়ীকে নিয়ে শাহীন নিজের নসিমনে (ভটভটি) দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আগাপুর এলাকায় কালভার্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালক।
নন্দীগ্রাম থানার ওসি ফইম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নসিমন চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।