ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ায় শিক্ষার্থীদের মারামারি

৪ সপ্তাহ আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে এক মেসেজে হা হা রিয়েক্টকে কেন্দ্র করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।


শিক্ষার্থীদের অভিযোগ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এক মেসেঞ্জার গ্রুপে রোজায় ক্লাস করা বা না করার বিষয়ে এক মেসেজে হা হা রিয়েক্ট দেন গ্রুপের অন্য সদস্যরা। এর রেশ ধরে গত ৪ মার্চ রাতে দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার একটি মেসের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন শুভ তার সাথীদের নিয়ে একই ডিপার্টমেন্টের সারোয়ার মিয়াসহ বেশ কয়েকজনকে মারধর করে। 

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ-গুলি, আহত ১০

এ ঘটনার সঙ্গে যারা জড়িতদের বহিষ্কার করার দাবি জানান তারা।


এ বিষয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন