স্থানীয়রা জানান, উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল বাসেত হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনার জন্য এক পক্ষ অপরকে দায়ী করছে।
আহতদের মধ্যে আব্দুল আজিজ লিটন হাওলাদার, হেলাল, কাউছার, মুর্তজা মাহি, জয়নাল ও ইসারুল্লা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
পুলিশ জানায়, উত্তর চর আবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন মামুন তার ফেসবুকে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল বাসেত হাওলাদারকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এর প্রতিবাদে রাতে আবদুল বাসেত হাওলাদার পক্ষে লোকজন হায়দরগঞ্জ বাজারে মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা বাসেত হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির জন্য হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: খতিব অপসারণ নিয়ে দুপক্ষের মারামারি, হাতুড়িপেটায় আহত ৬
এর জের ধরে মিজান সমর্থকরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন মামুনসহ ঘটনার সময়ে তাদের নেতার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে পাল্টা মিছিল বের করে। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।
রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>