ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি, যুবক গ্রেফতার

২ সপ্তাহ আগে
নিজের এবং পরিচিতদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে কালোবাজারির অভিযোগে রাকিব মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় ওই যুবকের কাছ থেকে ঢাকা-কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের ও এগারো সিন্ধু গোধূলি/প্রভাতী/কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিট এবং একটি স্মার্ট ফোন জব্দ করেছে রেলওয়ে-পুলিশ।


শুক্রবার (২১ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।


ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রেলস্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারি চক্রের সদস্য রাকিব মিয়াকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন: টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তাদের হামলার শিকার ছাত্ররা


গ্রেফতার যুবকের বরাত দিয়ে এসপি আনোয়ার হোসেন বলেন, ‘ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ১৮০ টাকার টিকিট ৪৫০/৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের কাছে বিক্রি করা হতো। গ্রেফতার যুবক তার নিজের ও পরিচিত চার জনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে মোট ৫টি রেলওয়ে সেবা অ্যাপস খুলে নিয়মিত ঢাকা-কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতেন।’


এ ঘটনায় ওই কালোবাজারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এসপি আনোয়ার হোসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন