সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে নগরের আমলাপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। জেলা ডিবির ওসি (দক্ষিণ) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেসবুকে শামীম আশরাফ ধর্মীয় অবমাননাকর কথাবার্তা বলেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। সমাজের ধর্মভীরু ও সচেতন লোকজনের মধ্যে নানা প্রশ্ন জেগেছে। আমাদের কাছে অভিযোগও রয়েছে, তাই তাকে আমরা হেফাজতে নিয়েছি। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
আরও পড়ুন: কোরআন অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে: খেলাফত মজলিস
খোঁজ নিয়ে জানা গেছে, শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামের একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।
ফেসবুকের এই স্ট্যাটাসটি সোমবার দুপুরে ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেফতার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকে। দুপুরে নগরের বড় মসজিদের সামনে পবিত্র কুরআন শরীফ অবমাননা ও সাম্প্রদায়িক উসকানি দেয়ায় অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশে শামীম আশরাফকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
উল্লেখ্য, শামীম আশরাফ মুদ্রণ শিল্পের ব্যাবসা পরিচালনা করেন। গ্রাফিতি নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি।
]]>