ফের নতুন মামলায় গ্রেফতার তারা

৩ সপ্তাহ আগে
বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কামাল আহমেদ মজুমদারসহ ৭ জনকে৷

বুধবার (০৮ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

 

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, সকালে তাদের হাজির করে; নতুন মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। পরে উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত গ্রেফতারের আদেশ দেন।

 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকায় ছিলেন। পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন তারা।

 

আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী পলককে উদ্দেশ্য করে যা বললেন আদালত

 

এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী তার জামিন চেয়ে আবেদন করেন।

 

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপি এবং নেতাকর্মীদের নামে একাধিক মামলা দেয়া হচ্ছে। নেয়া হচ্ছে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন