শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
জাপার একাংশের এ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, এখনও ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। তাই এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, দেশ স্থিতিশীল হবে না।
আরও পড়ুন: ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে কী বলছেন জিএম কাদের
জাপা সব সময় হাসিনা সরকারের সমালোচনা করে গেছে জানিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কখনো দোসর ছিল না। যারা দোসরের কাজ করেছে, তারা দল থেকে চলে গেছে।
আরও পড়ুন: আ. লীগের ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেয়ার বিষয়ে যা বললেন জাপা মহাসচিব
‘জাতীয় পার্টি সব সময় নির্বাচনে ছিল, এখনও নির্বাচন করবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে’, যোগ করেন তিনি।
]]>