ফেনী সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

৬ দিন আগে
ফেনী সীমান্তে টানা দুদিনের বিশেষ অভিযানে রেকর্ড পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে হাজার হাজার পিস দামি ভারতীয় শাড়ি-থ্রিপিস, পাঞ্জাবি, বিদেশি মদ, চকলেট এবং গরু। এসবের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা।


বিজিবি ফেনী ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধ ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ সীমান্তে আলাদা অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা পণ্য ফেলে‌ পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একাধিক সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
 

আরও পড়ুন: সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ


ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধে আমাদের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চলছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’


তিনি আরও জানান, জব্দ করা সব পণ্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন