মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ শঙ্কার কথা জানান।
পোস্টে আবহাওয়াবিদ পলাশ জানান, মঙ্গলবার সারাদিন, রাত এবং বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ওপরে চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সব জেলায় ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদফতরের ত্রিপুরা রাজ্যের আগরতলার রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আগামী ২৪ ঘণ্টায় ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
মঙ্গলবার সকাল থেকে হওয়া অতিবৃষ্টির কারণে ইতোমধ্যে প্লাবিত হওয়া ফেনী জেলা এবং কুমিল্লা জেলার দক্ষিণ দিকের উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার প্রবল শঙ্কা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ পলাশ।
নোয়াখালীতে স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ
এদিকে সময় টিভির নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে জেলার চারটি উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৯ ও ১০ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার) শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে চলমান অর্ধ-বার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষাসমূহও স্থগিত করা হয়েছে। বিকেলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।