শনিবার (৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনফারেন্স। সেখানে বক্তব্য দেওয়ার সময় আসিফ জানিয়েছেন, গোটা দেশে ফুটবলারদের কারণে ক্রিকেট খেলা যাচ্ছে না। এছাড়া জেলা স্টেডিয়ামগুলো ফুটবল দখল করে রেখেছে।
আসিফ বলেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। কারণ, তারা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে।’
আরও পড়ুন: জাহানারা আলমের অভিযোগের বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি
ফুটবলারদের ব্যবহার নিয়েও কথা বলেছেন আসিফ আকবর। তিনি বলেছেন, ফুটবলারদের ব্যবহার নাকি খুব খারাপ। শুধু তাই নয়, প্রয়োজন হলে মারপিট করতেও চেয়েছেন বিসিবির এই পরিচালক। ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, অনেক নিয়মকানুন আছে। আমরা তো মারামারি করতে যাব না, তবে প্রয়োজন হলে করব।'
ক্রিকেটের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, তারা স্বাভাবিকভাবেই ভদ্র বলে দাবি আসিফের। ‘ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না... যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রবলেম…যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে।’
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফারুক
এই সমস্যার সমাধানে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অনুরোধ করেছেন আসিফ। মূলত বাচ্চাদের খেলার সুযোগ সুবিধা তৈরি করতেই কাউকে ছাড় দিতে চান না বিসিবির এই কর্মকর্তা। এজন্য কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
আসিফ বলেন, ‘আমাদের বোর্ড সভাপতিকে অনুরোধ করব, সিনিয়র বোর্ড সদস্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে বাফুফের সঙ্গে বসেন। আমরা তো মারামারি করতে যাব না, তবে প্রয়োজন হলে করব। কারণ হচ্ছে, আমাদেরকে খেলতে হবে। আমাদের বাচ্চাদের খেলতে হবে। আমাদের শপথ আছে, আমাদের ছেলেমেয়েরা খেলবে।’
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·