সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার হাইজাদি ইউনিয়নের নয়াপাড়া এলাকায় প্রবল ঝড়বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব নয়াপাড়ার টোটারবাগ গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. নাজমুল মিয়ার ছেলে এবং স্থানীয় কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিরব বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছিল। হঠাৎ প্রবল ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়, এতে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে নিরব। পরে স্থানীয়রা দ্রুত তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত নিরবের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে রোববার (৫ অক্টোবর) বিকেলে একই উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে বজ্রপাতে আহত হয়ে মারা যায় আরেক কিশোর মো. ওয়াসিম (১৩)। দুই দিনে দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
]]>