ফুটপাথে সন্তান জন্ম দিয়ে পালালেন মা, দত্তকের অপেক্ষায় নবজাতক

২ দিন আগে
নির্জন রাত। সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি হাসপাতালের পাশে হঠাৎই শোনা যায় এক নারীর যন্ত্রণাকাতর কান্না। ছুটে আসেন স্থানীয়রা। কিছু বুঝে ওঠার আগেই ফুটপাথেই জন্ম নেয় একটি ফুটফুটে কন্যাশিশু। দ্রুত মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপর ঘটে আরও এক চমকপ্রদ ঘটনা, হাসপাতাল থেকে গায়েব হয়ে যান নবজাতকের মা।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এই হৃদয়বিদারক ঘটনার সূত্রপাত।


স্থানীয়রা জানান, যে নারী শিশুটিকে জন্ম দিয়েছেন, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।


উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, 'রাত ২টার দিকে হোয়াটসঅ্যাপে বিষয়টি জানতে পারি। স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়। পরে দেখা যায়, মা পালিয়ে গেছেন।'


তিনি জানান, নবজাতক বর্তমানে সুস্থ আছে এবং সকাল থেকেই অনেকে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।


আরও পড়ুন: গাজীপুরে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ


নিলুফা ইয়াসমিন বলেন, 'আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্ববান ও স্নেহশীল অভিভাবকের হাতে শিশুটিকে তুলে দেয়া হবে।'


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, 'বিষয়টি নিয়ে আমরা গুরুত্বসহকারে আলোচনা করছি। আমরা একটি মিটিং করছি। চাই-বাছাই শেষে শিশুটিকে কাকে দত্তক দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।'

]]>
সম্পূর্ণ পড়ুন