ফারিয়াকে কুমন্তব্য করে শাস্তির মুখে যুবক

২ সপ্তাহ আগে
কিছুদিন আগে এক যুবকের আপত্তিকর মন্তব্যের শিকার হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গে অভিনেত্রী প্রতিবাদ জানালে ওই যুবকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমদের সঙ্গে একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শবনম ফারিয়া। সে মুহূর্তের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

 

একটি ভিডিওতে দেখা যায়, ফটোসেশনের সময় শবনম ফারিয়া হাসতে হাসতে বলছেন- ‘আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো’।

 

এ ভিডিওতে আপত্তিকর কমেন্ট করেন রাকিবুল হাসান নামে এক যুবক। সে কুরুচিপূর্ণ মন্তব্য চোখে পড়তেই তার স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী।

 

ফেসবুক প্রোফাইল থেকে ফারিয়া জানতে পারেন, রাকিবুল হাসান নামে ওই যুবক সাজিদা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরি করেন। এরপরই তিনি ক্যাপশনে লেখেন, এনজিও গুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে! এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক!

 

এরপরই সাজিদা ফাউন্ডেশন ওই যুবকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেন। সাজিদা ফাউন্ডেশন তার অফিশিয়াল ফেসবুক পেজে লেখে,

অফিস চলাকালীন সময়ে এবং প্রতিষ্ঠানের একজন কর্মী হিসেবে রাকিবুল হাসানের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমাদের সুরক্ষা কমিটি ইতিমধ্যেই একটি তদন্ত শুরু করেছে এবং আমাদের নীতি অনুসারে দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

 

 

আরও পড়ুন: প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

 

সাজিদা ফাউন্ডেশনের এমন পদক্ষেপের প্রশংসা করেন ফারিয়া। বুধবার (১৯ মার্চ) ফেসবুকে তিনি লেখেন, অনলাইনে বা অফলাইনে, কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়। আর জবাবদিহিতা নিশ্চিত করাই একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ।

 

আরও পড়ুন: তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

 

আমি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য। তাদের এই দ্রুত সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে, এমন আচরণের ফলাফল ভোগ করতে হয়, তা যেখানেই হোক না কেন। আসুন, আমরা সবাই হয়রানির বিরুদ্ধে দাঁড়াই এবং সৌহার্দ্য ও শ্রদ্ধাশীলতার পরিবেশ গড়ে তুলি।

]]>
সম্পূর্ণ পড়ুন