ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল চেলসি

২১ ঘন্টা আগে
উয়েফা কনফারেন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে সুইডিশ ক্লাব জর্জার্ডেনস আইএফ'র বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। এই জয়ে ফাইনালের পথ সুগম হয়ে গেল ব্লুজদের। এদিকে অপর সেমিফাইনালে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল বেতিস।

চেলসির বর্তমান ফর্ম ধারাবাহিক নয়। তবুও মৌসুমে একটি শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আসে মারেস্কার দলের। আর সেটি এই কনফারেন্স লিগ। যেখানে ফাইনালে প্রায় এক পা দিয়েই রাখল তারা। যদি ঘরের মাঠে বড় কোনো অঘটন না ঘটে, তাহলে ফাইনাল নিশ্চিত করবে ব্লুজরা।


আরও পড়ুন: বিলবাওকে উড়িয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানইউ


জর্জার্ডেনসের মাঠ ৩এরেনায় বৃহস্পতিবার (১ মে) সহজ জয় পেয়েছে চেলসি। প্রথম হাফে সাঞ্চো ও মাদুয়েকে গোল করেন। আর দ্বিতীয় হাফে জোড়া গোল করেন নিকোলাস জ্যাকসন। তবে এক গোল হজম করে চেলসি। তবুও দ্বিতীয় লেগের আগে তিন গোলে এগিয়ে থাকল ব্লুজরা। আগামী বৃহস্পতিবার (৮ মে) দ্বিতীয় লেগ চেলসির মাঠে।


রিয়াল বেতিস ২-১ ফিওরেন্তিনা


এদিকে কনফারেন্স লিগের আরেক সেমিফাইনালের লড়াইটি হয়েছে হাড্ডাহাড্ডি। ঘরের মাঠে বেতিস ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় এজ্জালজুলির গোলে। ৬৪তম মিনিটে বেতিসকে দ্বিতীয় গোল এনে দেন অ্যান্তনিও। তবে ৭২তম মিনিটে এক গোল শোধ করে সফরকারীরা। ফলে দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে থাকবে সকলে।

]]>
সম্পূর্ণ পড়ুন