ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও হতাহতের পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার (০২ মে) সকালে প্রায় ১২০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে তিনটি ফ্লাইট আহমেদাবাদ এবং জয়পুরে ডাইভার্ট করা হয়েছে। জয়পুরে ডাইভার্ট করা বিমানগুলোর মধ্যে একটি ব্যাঙ্গালোর-দিল্লি এবং আরেকটি পুনে-দিল্লি ফ্লাইট ছিল।
জানা যায়, তীব্র বাতাসের কারণে তারের ওপর গাছ পড়ার কারণে প্রায় ১৫ থেকে ২০টি ট্রেনও বিলম্বিত হয়েছে।
আরও পড়ুন: শক্তিশালী ঝড়ে বিপর্যপ্ত নিউজিল্যান্ড, শহরজুড়ে রেড অ্যালার্ট জারি
দিল্লির অনেক জায়গায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। ভারি বৃষ্টির ফলে পানিতে তলিয়ে গেছে দ্বারকা, খানপুর, সাউথ এক্সটেনশন রিং রোড, মিন্টো রোড, লাজপত নগর এবং মতিবাগের মতো এলাকার রাস্তাঘাট।
প্রবল বাতাসের কারণে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। তবে সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ শনিবার (০৩ মে) পর্যন্ত দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে। ভারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঝড়ো বাতাসের পূর্বাভাসও দেয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
]]>