যে মিশনে বুধবার (১৬ জুলাই) সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে বিপিএলের দলটি। গায়ানাতে টস জিতে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে রংপুর। ৩২ বল মোকাবিলায় দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। এছাড়া ১৮ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৪ ওভার বল করে ১৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন সাকিব।
দুবাইকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই আসরের ফাইনালে পা রাখবে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে ম্যাচটি জিতলেও টুর্নামেন্টে টিকে থাকার খুব একটা আশা নেই সাকিবদের।
আরও পড়ুন: মেহেদীর ঘূর্ণিতে কুপোকাত লঙ্কানরা, সিরিজ জিততে সহজ লক্ষ্য বাংলাদেশের
এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ইব্রাহিম জাদরানের উইকেট হারায় রংপুর। ৩ বলে ১ রান করে ডমিনিক ড্রেকসের বলে এলবিডব্লিউ হন আফগান ব্যাটার। দ্বিতীয় উইকেটে হাল ধরেন সৌম্য সরকার ও কাইল মেয়ার্স। তাদের জুটিতে আসে ৩৭ রান। ১১ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ১৯ রান করে রোহান মুস্তফার শিকার হন মায়ার্স। এরপর ১৫ বলে ১১ রান করে আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন।
দলীয় ৬৫ রানে সাকিবের শিকার হন সৌম্য। ২৮ বলে ৪ চারের মারে ৩৬ রান করেন তিনি। দলীয় ১০৪ রানে ব্যক্তিগত ৮ রান করে বিদায় নেন আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেটে দলের হাল ধরে আর কোনো বিপদ ঘটতে দেননি ইফতিখার ও নুরুল হাসান সোহান। ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রানে অপরাজিত ছিলেন ইফতিখার। আর ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান। দুজনের অপরাজিত ৫৪ রানের জুটিতে জয়ের জন্য চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে রংপুর।
আরও পড়ুন: ভারত না আসায় আগস্টে অন্য দল নিয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা বিসিবির
সাকিব ও ড্রেকস ছাড়াও ১টি করে উইকেট নেন গুলবাদিন নাইব, রোহান মুস্তফা ও কাইস আহমেদ।