ফরিদপুরের ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ এনসিপির

৩ সপ্তাহ আগে
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে খুলনা-ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে  সড়ক অবরোধ করে রাখে নেতা কর্মীরা। নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে।
 

প্রায় এক ঘণ্টা পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা

 

ভাঙ্গা উপজেলা নাগরিক কমিটির সমন্বয়ক মো. আশরাফ হোসেন বলেন, ‘গোপালগঞ্জে নাগরিক কমিটির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আমরা ভাঙ্গায় সড়ক অবরোধ করেছি। গোপালগঞ্জ থেকে যতক্ষণ পর্যন্ত না নেতাকর্মীরা নিরাপদে ফিরে ভাঙ্গা অতিক্রম করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো।’

আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, নাগরিক কমিটির নেতাকর্মীরা হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। মানুষের যাতে ভোগান্তি না হয় সে কারণে পরবর্তীতে তারা অবরোধ তুলে নেয়।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। পরিবেশ শান্ত রয়েছে।


ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। জনসাধারণের যাতে ভোগান্তি না হয় সে কারনে নেতা কর্মীরা অবরোধ তুলে নিয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন