ফরিদপুরে ২ খ্রিষ্টান ধর্মাবলম্বীকে হত্যা: ২০ বছর পর ৪ জনের যাবজ্জীবন

৩ দিন আগে
ফরিদপুরে ২০ বছর আগে খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে কুপিয়ে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. শফিউদ্দীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

যাবজ্জীবনপ্রাপ্ত চারজন হলেন আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের আনোয়ার হোসেন (৫৩), বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের কামরুল হাসান ওরফে কামরুজ্জামান (৪৫), ধোপাপাড়া গ্রামের মনিরুজ্জামান ওরফে মনির (৪০) এবং চর ধোপাপাড়া গ্রামের আব্দুস সামাদ (৬০)।

 

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ জুলাই দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা বোয়ালমারী উপজেলার চর ধোপাপাড়া গ্রামের একটি ভাড়া বাড়িতে ঢুকে খ্রিস্টান সম্প্রদায়ের দুই ব্যক্তি তপন রায় (৩০) ও নিকলাল মাঝি (৩৫)-কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: ফরিদপুরে ৫ ছিনতাইকারী গ্রেফতার

 

এ ঘটনায় বাড়ির মালিক বিপুল কুমার বাকচী বাদী হয়ে ২০০৫ সালের ২৮ জুলাই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ ২০০৭ সালের ২৮ মার্চ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

 

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আজিজুর রহমান জানান, ‘আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী, টাকার লোভে তারা ওই দুই ভাড়াটিয়াকে হত্যা করে। আসামিরা পরে জামিনে গিয়ে পলাতক হন। বহু দেরিতে হলেও আমরা ন্যায়বিচার পেয়েছি।’

 

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।’

]]>
সম্পূর্ণ পড়ুন