বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের শাহমূলকদি গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।
জানা যায়, নিহত মাসুদ ওরফে টুরসুর ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী এলাকার মাহাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৫ আগস্ট বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে শাহমূলকদি গ্রামের খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জঙ্গলে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।