ফরাসি ডানপন্থি রাজনীতিবিদ লে পেন মারা গেছেন

৩ সপ্তাহ আগে
ফরাসি উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ জাঁ-মারি লে পেন মারা গেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। একটি পারিবারিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

লে পেন ১৯৭২ সালে ফ্রান্সের উগ্র ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট পার্টির প্রতিষ্ঠা করেন। কয়েক দশক ধরে তাকে ফ্রান্সের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো।


লে পেন ১৯৭২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ন্যাশনাল ফ্রন্টের সভাপতি ছিলেন এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই দলের অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আরও পড়ুন:রাশিয়ায় নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন


ফরাসি এই ডানপন্থি নেতা একজন হলোকাস্ট (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের ওপর চালানো গণহত্যা) বিরোধিতাকারী ছিলেন। এছাড়া তিনি জাতি, লিঙ্গ এবং অভিবাসন ইস্যুতে অত্যন্ত চরমপন্থি (রক্ষণশীল) হিসেবে পরিচিত।


অভিবাসন এবং বহুসংস্কৃতিবাদের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত ছিলেন লে পেন। যার মাধ্যমে কট্টর সমর্থন এবং ব্যাপক নিন্দা উভয়ই অর্জন করেন এই ফরাসি রাজনীতিবিদ।


তার রাজনৈতিক ক্যারিয়ার কয়েক দশক ধরে বিস্তৃত। ১৯৫৬ সালে, ২৭ বছর বয়সে তিনি ফরাসি জাতীয় পরিষদে নির্বাচিত হন। তারপরে তিনি ১৯৭২  সালে জাতীয় ফ্রন্ট গঠন করেন।

 

আরও পড়ুন:জার্মানিতে নববর্ষের আতশবাজিতে প্রাণ গেল ৫ জনের

 

লে পেন ১৯২৮ সালের ২০ জুন ফ্রান্সের লা ট্রিনিটি-সুর-মের ছোট ব্রেটন গ্রামে জন্মগ্রহণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন